উত্তরায় বিমান বিধ্বস্তে আহত ২৮ জন ভর্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে

- আপডেট সময় ০৫:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত অন্তত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান ছিল। আছড়ে পড়ার পরপরই তাতে আগুন ধরে যায়, যার ফলে আশপাশের এলাকা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা আহত হন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ইনস্টিটিউটের চিকিৎসক দল আহতদের প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেছে। ঘটনার পর উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
আজ বেলা ১টার পর এ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সেখানে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের ভর্তি তালিকায় এই ২৮ জনের নাম রয়েছে।
তাঁরা হলেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।