উত্তরা ১২তে নিহতদের কবরস্থান স্মৃতির জন্য সংরক্ষণ করা হবে:প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানোদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধরে রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। নিহতদের দাফনের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। তাঁর প্রেস উইং জানায়, মাইলস্টোন স্কুলের সন্নিকটবর্তী ওই কবরস্থানকেই বেছে নেওয়া হয়েছে যেন স্বজন ও শিক্ষার্থীরা সহজেই তাঁদের প্রিয়জনদের স্মরণ করতে পারেন।
পোস্টে আরও বলা হয়, নিহতদের সম্মানে ও স্মৃতিকে চিরকাল জীবিত রাখার লক্ষ্যে ভবিষ্যতে এই কবরস্থানটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এ সিদ্ধান্তকে অনেকে সময়োপযোগী ও মানবিক বলে অভিহিত করছেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।