ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

    শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে ভোট দিচ্ছেন, জয়ের ব্যাপারে আশাবাদী- উমামা ফাতেমা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৭০ বার পড়া হয়েছে

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, তিনি চাইছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন, “আমরা ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

    ভোটের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “এখন পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছে। সবাই ভোট দিতে আসছে। আমরা চাই এই ধারা বজায় থাকুক এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা কোনো নেতিবাচক মনোভাব বা ফলাফল বর্জনের অবস্থানে নেই। বরং চাই সঠিকভাবে ভোটগ্রহণ হোক এবং ফলাফল সেই অনুযায়ী প্রকাশিত হোক।”

    বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে ওই সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। এছাড়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

    নিউজটি শেয়ার করুন

    শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে ভোট দিচ্ছেন, জয়ের ব্যাপারে আশাবাদী- উমামা ফাতেমা

    আপডেট সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, তিনি চাইছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন, “আমরা ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

    ভোটের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “এখন পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছে। সবাই ভোট দিতে আসছে। আমরা চাই এই ধারা বজায় থাকুক এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা কোনো নেতিবাচক মনোভাব বা ফলাফল বর্জনের অবস্থানে নেই। বরং চাই সঠিকভাবে ভোটগ্রহণ হোক এবং ফলাফল সেই অনুযায়ী প্রকাশিত হোক।”

    বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে ওই সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। এছাড়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।