একসঙ্গে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

- আপডেট সময় ০৩:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ২৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশকে সবুজ ও টেকসই রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই প্রাপ্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত আশ্রয়।
তারেক রহমান বলেন,
আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন—সবই আমাদের অভিন্ন আবাসস্থল। টেকসই উন্নয়ন ছাড়া একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন,
“বিশৃঙ্খল নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে তিনি বিএনপির ৩১ দফা রোডম্যাপ পুনর্ব্যক্ত করে বিশেষভাবে তুলে ধরেন—
দফা ২৯: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা
দফা ৩১: পরিকল্পিত ও সুষম নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ
আমরা ঢাকাকেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব। আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়।
২৫ কোটি গাছ রোপণ ও ব্লু ইকোনমি সম্প্রসারণ
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে একটি জাতীয় সবুজায়ন কর্মসূচি চালু করা হবে, যার মধ্যে রয়েছে
২৫ কোটি গাছ রোপণ
নদী পুনরুদ্ধার ও সংরক্ষণ
বর্জ্যকে সম্পদে রূপান্তর
আধুনিক কৃষি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ
যুবসমাজের কর্মসংস্থানে ব্লু ইকোনমি সম্প্রসারণ
বিএনপি সরকার বাসস্থান রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন, একসাথে একটি সবুজ, আরও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।
তারেক রহমান
বিশ্ব বসতি দিবস: সংক্ষিপ্ত প্রেক্ষাপট
প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় ‘বিশ্ব বসতি দিবস (World Habitat Day)
এর উদ্দেশ্য হলো—
বিশ্বব্যাপী নিরাপদ ও মানসম্মত বাসস্থানের অধিকার নিশ্চিত করা,
এবং দ্রুত নগরায়ণের প্রভাবে সৃষ্ট সমস্যাগুলোর প্রতি বিশ্বকে সচেতন করা।
সবুজ বাংলাদেশ মানেই টেকসই বাংলাদেশ।
একসাথে এগিয়ে গেলে তবেই গড়ে উঠবে প্রকৃতি ও মানুষের সুষম ভবিষ্যৎ।






















