ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

    এক জায়গায় ‘জয়’, দেড় মাইল দূরে ‘বাংলা’-সালাহউদ্দিন আহমদের কটাক্ষ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৮:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন বলে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস কেবল আওয়ামী লীগেরই। আজ দেখা যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে বলছে ‘জয়’, তারপর দৌড়ে দৌড়ে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’। এটাই তাদের বর্তমান অবস্থা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন আর না দাঁড়াতে পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনীতিই করবে।

    দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকারব্যবস্থা চালুর মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
    বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে বা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ সময়ে যারা কাঁটা বসানোর চেষ্টা করছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশে বলছি—দেশ এখন নির্বাচনী আবহে আছে এবং সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গেও সালাহউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং সেদিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক। তার দেশে ফেরা মানেই বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া। কারণ প্রচারণাই নির্বাচনের মূল অংশ, আর তারেক রহমানের উপস্থিতি সেই প্রচারণাকে গতিশীল করবে।

    জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কমিশন যদি বড় বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেয়, তবে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হতে হবে।

    তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রত্যেক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে।

    নিউজটি শেয়ার করুন

    এক জায়গায় ‘জয়’, দেড় মাইল দূরে ‘বাংলা’-সালাহউদ্দিন আহমদের কটাক্ষ

    আপডেট সময় ০৮:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

    আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলার পর দেড় মাইল গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন বলে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস কেবল আওয়ামী লীগেরই। আজ দেখা যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে বলছে ‘জয়’, তারপর দৌড়ে দৌড়ে দেড় মাইল দূরে গিয়ে বলছে ‘বাংলা’। এটাই তাদের বর্তমান অবস্থা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন আর না দাঁড়াতে পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনীতিই করবে।

    দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকারব্যবস্থা চালুর মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
    বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে বা তারও আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ সময়ে যারা কাঁটা বসানোর চেষ্টা করছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশে বলছি—দেশ এখন নির্বাচনী আবহে আছে এবং সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গেও সালাহউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং সেদিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক। তার দেশে ফেরা মানেই বিএনপির নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া। কারণ প্রচারণাই নির্বাচনের মূল অংশ, আর তারেক রহমানের উপস্থিতি সেই প্রচারণাকে গতিশীল করবে।

    জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কমিশন যদি বড় বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেয়, তবে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলোর বাস্তবায়ন সংসদের মাধ্যমে হতে হবে।

    তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রত্যেক দল তাদের নির্বাচনী ইশতেহারেও জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে।