এনসিপির পদযাত্রা ঠেকাতে কোটালীপাড়ায় সড়ক অবরোধ, উত্তেজনা চরমে

- আপডেট সময় ০২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে উপজেলার অবদার হাট এলাকায় পয়সারহাট-গোপালগঞ্জ সড়কে এ অবরোধ শুরু হয়।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং লাঠিসোঠা হাতে অবস্থান নিয়েছেন। ফলে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ প্রসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দারিয়া বলেন, “গোপালগঞ্জের মাটিতে কোনোভাবেই এনসিপিকে পদযাত্রা করতে দেওয়া হবে না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার উপর দিয়ে গোপালগঞ্জ যেতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনের ভাইদের জানিয়েছি, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে যদি তারা ইউনুস সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যায়, তাহলে আমরা একচুলও ছাড় দেব না।”
কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খসরুও জানান, তাদের ধারণা, এনসিপির শীর্ষ নেতারা বরিশাল থেকে গৌরনদী হয়ে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জে প্রবেশের চেষ্টা করতে পারেন। সেই আশঙ্কা থেকেই তারা কোটালীপাড়ায় অবস্থান নিয়েছেন।
এদিকে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “আমরা প্রথমে এই অবরোধ প্রতিহত করার চেষ্টা করেছিলাম। তবে নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, সেখানে কঠোর পদক্ষেপ নিলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারত।
আপাতত তারা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান করছে, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।” সার্বিক পরিস্থিতি ঘিরে কোটালীপাড়া ও গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এনসিপির পদযাত্রা বাস্তবায়ন ও তা প্রতিহত করার এই মুখোমুখি অবস্থানে কী ঘটে তা নিয়ে এখন সবার নজর প্রশাসনের দিকেই।