ঐতিহাসিক সাফল্য: শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়

- আপডেট সময় ১২:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করার হতাশা খুব দ্রুতই ভুলিয়ে দিলো লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচ টানা জিতে ইতিহাস গড়ল টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।
কলম্বোতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানই তুলতে পারে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। শুরু থেকেই চাপে পড়া লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের শেখ মেহেদি হাসান। ১১ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন একটি করে উইকেট শিকার করেন।
জবাবে রান তাড়ায় নামে বাংলাদেশ, তবে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় তারা। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এতে শুরুতেই কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে তিনে নামা অধিনায়ক লিটন দাস এবং অপর ওপেনার তানজিদ তামিম সেই চাপ সামাল দেন দারুণভাবে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭৪ রান। লিটন ২৬ বলে ৩২ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন তানজিদ তামিম। মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জয় নিশ্চিত করেন।
এর আগে বল হাতে প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। তার লেংথ ডেলিভারিতে কুশল মেন্ডিস ধরা পড়েন হৃদয়ের হাতে। এরপর থেকেই স্পিন আক্রমণ শুরু করে বাংলাদেশ, যার নেতৃত্বে ছিলেন শেখ মেহেদি। তার বলেই ফেরেন কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল এবং লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। ইনফর্ম আসালঙ্কা ৮ বলে ৩ রান করে বোল্ড হন মেহেদির দুর্দান্ত ডেলিভারিতে।
পাথুম নিশাঙ্কা একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করলেও তাকে থামান সেই মেহেদিই। ৩৯ বলে ৪৬ রান করে ফিরতি ক্যাচ দেন এই ওপেনার। শেষদিকে কামিন্দু মেন্ডিস ২১ ও দাসুন শানাকা ২৫ বলে অপরাজিত ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়া হয়নি শ্রীলঙ্কার।
১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শেখ মেহেদির দুর্দান্ত স্পেল ও তানজিদ তামিমের ঝড়ো ইনিংসে ভর করে টাইগারদের এ জয় শুধু একটি সিরিজ জয় নয়, বরং শ্রীলঙ্কার মাটিতে তাদের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য অর্জন।