ওড়িশায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জন আটক

- আপডেট সময় ০৮:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুদা জেলায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে রাজ্য পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের পরিচয় যাচাই ও সনাক্তকরণের জন্য বিশেষ আটককেন্দ্রে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটি এবং ওডিশা বাইটস জানিয়েছে, আটক অভিযানটি পরিচালিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভারতে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করা বিদেশিদের চিহ্নিত করতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, ঝাড়সুগুদা জেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন।
উত্তর ওড়িশা পুলিশের মহাপরিদর্শক হিমাংশু কুমার লাল সাংবাদিকদের জানান, আটক হওয়া ৪৪৪ জনের নথিপত্র যাচাই চলছে। যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যাদের বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলেও তিনি জানান।
আটকদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে সুরভি কল্যাণ পূজা মণ্ডপে রাখা হয়েছে। বাকিদের ঝাড়সুগুদা সাবডিভিশনে অবস্থিত ব্ল্যাক ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ চত্বরে স্থাপিত একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের অনেকেই স্থানীয় এলাকায় দিনমজুর, রাজমিস্ত্রি কিংবা ফেরিওয়ালার কাজ করতেন। পুলিশ ধারণা করছে, এদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে ওড়িশায় বসবাস করছেন। তবে বৈধতার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে কাউকে ছাড় দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রমতে, এ ধরনের অভিযান রাজ্যের অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হতে পারে, বিশেষ করে যেখানে অবৈধ অভিবাসনের অভিযোগ রয়েছে। ভারত সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ নীতির অংশ হিসেবেই এমন অভিযান অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।