কাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৬:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও প্রশাসনিক রূপরেখা তুলে ধরবেন ইউনূস।