ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

- আপডেট সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মিরপুর এক নম্বর এলাকায় ফোনে ডেকে নিয়ে সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তিকে মারধর করেন তাসকিন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) রাতে, আর একই রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগটি দায়ের করা হয়। মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি না হলেও, একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে মিরপুরে একটি স্থানে নিয়ে যান তাসকিন। সেখানে তিনি সৌরভকে কিল-ঘুষি মেরে আহত করেন এবং হুমকি দেন। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভ আগে বন্ধু ছিলেন এবং তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
তাসকিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপেও তিনি কল রিসিভ করেননি। তাসকিনের বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন এবং ২৪ জুলাই অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে খেলেছেন।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা সূত্র।