ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন

- আপডেট সময় ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
২০২২ কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা তখনকার হিসেবে প্রায় ৪৪০ কোটি টাকা এবং বর্তমান রেট অনুযায়ী প্রায় ৫১০ কোটি ৬০ লাখ টাকারও বেশি। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্তিনেজদের নেতৃত্বে আর্জেন্টিনা সেই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। তবে অর্থ পুরস্কারের দিক থেকে তাদের ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাব চেলসি। ট্রফি হাতে চেলসি খেলোয়াড়দের উদ্যাপনের মুহূর্তে তাঁদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সম্প্রতি শেষ হওয়া ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে চেলসি চমক দেখিয়ে ফাইনালে শক্তিশালী প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয়। এই জয়ের মাধ্যমে তারা শুধু শিরোপাই জিতেনি, অর্জন করেছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও। ফিফা ক্লাব বিশ্বকাপের এই নতুন সংস্করণে মোট অর্থ পুরস্কার ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা।
এই বিপুল অর্থ থেকে চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে মোট ১১ কোটি ৩০ লাখ ডলার, যা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকায়। এই পরিমাণ আয়ের মধ্যে অংশগ্রহণ বাবদ চেলসি পেয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৪৪ কোটি টাকা) এবং পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে পেয়েছে ৮ কোটি ৪৬ লাখ ডলার। শুধুমাত্র ফাইনাল ম্যাচে জয়লাভের জন্যই তাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে প্রায় ৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৮৬ কোটি ২৯ লাখ টাকারও বেশি।
ফাইনালে পরাজিত দল পিএসজিও কম আয় করেনি। রানার্সআপ হলেও ফরাসি ক্লাবটি আয় করেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ২৮৬ কোটি টাকা। যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার অর্জিত অর্থের চেয়েও দ্বিগুণের বেশি।
এই প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ আয় করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, যারা সেমিফাইনালে খেলেছে এবং পেয়েছে ৮ কোটি ৯৭ লাখ ডলার (প্রায় ১ হাজার ৯১ কোটি টাকা)।
চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, যারা আয় করেছে ৬ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২৭ কোটি টাকা। এই তুলনাটি স্পষ্ট করে দেয় যে, আন্তর্জাতিক ফুটবলের তুলনায় ক্লাব ফুটবলে অর্থের পরিমাণ কতটা বেড়ে গেছে এবং কীভাবে একটি ক্লাব টুর্নামেন্ট থেকেই এখন বিশাল অঙ্কের আয় করা সম্ভব।