ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

    খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচতলার দুটি ভবন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে রহমান ছাতা কোম্পানির কারখানায় আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

    রাত দেড়টার দিকে বড় মির্জাপুর এলাকার পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। ভবনটি আব্দুর রহমানের মালিকানাধীন “রহমান ছাতা কোম্পানি”র কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা প্রথমে নিজেরা চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

    পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৩টার দিকে আরও একটি ইউনিট যুক্ত হওয়ায় মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    পুড়ে গেছে দুটি ভবনের পাঁচটি তলা
    খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে, আগুনে দুটি ভবনের মোট পাঁচটি তলা পুড়ে গেছে। এর মধ্যে একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলা এবং পার্শ্ববর্তী অপর একটি ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা সম্পূর্ণভাবে পুড়ে যায়। এসব তলায় ছিল কারখানার উৎপাদন ইউনিট ও গোডাউন, যেখানে বিপুল পরিমাণ কাঁচামাল ও পণ্যসামগ্রী মজুত ছিল।

    দুর্ঘটনার সময় তালাবদ্ধ ছিল ভবনের গেট, ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মতিউর রহমান বলেন, “ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এ ছাড়া ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।” তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

    অগ্নিকাণ্ডের সময় বৃষ্টি শুরু হলেও তাতে আগুন নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাওয়া যায়নি, কারণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    খুলনায় ছাতা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচতলার দুটি ভবন

    আপডেট সময় ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

    খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে রহমান ছাতা কোম্পানির কারখানায় আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

    রাত দেড়টার দিকে বড় মির্জাপুর এলাকার পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। ভবনটি আব্দুর রহমানের মালিকানাধীন “রহমান ছাতা কোম্পানি”র কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা প্রথমে নিজেরা চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

    পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৩টার দিকে আরও একটি ইউনিট যুক্ত হওয়ায় মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    পুড়ে গেছে দুটি ভবনের পাঁচটি তলা
    খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে, আগুনে দুটি ভবনের মোট পাঁচটি তলা পুড়ে গেছে। এর মধ্যে একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলা এবং পার্শ্ববর্তী অপর একটি ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা সম্পূর্ণভাবে পুড়ে যায়। এসব তলায় ছিল কারখানার উৎপাদন ইউনিট ও গোডাউন, যেখানে বিপুল পরিমাণ কাঁচামাল ও পণ্যসামগ্রী মজুত ছিল।

    দুর্ঘটনার সময় তালাবদ্ধ ছিল ভবনের গেট, ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মতিউর রহমান বলেন, “ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এ ছাড়া ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।” তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

    অগ্নিকাণ্ডের সময় বৃষ্টি শুরু হলেও তাতে আগুন নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা পাওয়া যায়নি, কারণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।