ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

    গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও সংহতি সমাবেশ আজ বিকেল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে আজ শনিবার বিকেলে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত করবে গণঅধিকার পরিষদ। বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে একই স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

    সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

    ঘটনার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে আগুন জ্বালান। পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

    দুই পক্ষের অভিযোগ পরস্পরবিরোধী। গণঅধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা চালিয়েছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টি দাবি করেছে, তাদের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে ওই মিছিল থেকে।

    সংঘর্ষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আহত হয়েছেন। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। আহত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ মশাল মিছিলের ডাক দিয়েছে।

    জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এই ঘটনায় দাবি করেছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলার ঘটনা’ ঘটেছে।

    নিউজটি শেয়ার করুন

    গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও সংহতি সমাবেশ আজ বিকেল

    আপডেট সময় ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে আজ শনিবার বিকেলে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত করবে গণঅধিকার পরিষদ। বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে একই স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

    সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।

    ঘটনার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে আগুন জ্বালান। পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

    দুই পক্ষের অভিযোগ পরস্পরবিরোধী। গণঅধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা চালিয়েছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টি দাবি করেছে, তাদের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে ওই মিছিল থেকে।

    সংঘর্ষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আহত হয়েছেন। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। আহত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ মশাল মিছিলের ডাক দিয়েছে।

    জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এই ঘটনায় দাবি করেছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলার ঘটনা’ ঘটেছে।