ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

    গাজায় প্রতি ৩ জনের মধ্যে ১ জন অনাহারে, মানবিক সহায়তা প্রচেষ্টায় ইসরাইলের বাধা : অভিযোগ জাতিসংঘের

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। অঞ্চলটিতে বর্তমানে প্রতি তিনজনের একজন খাদ্য সংকটে ভুগছেন এবং কয়েকদিন ধরে অনেকেই না খেয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে আরও বেশি মানুষের জীবন অনাহারের ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

    মঙ্গলবার (৮ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে এই তথ্য জানিয়েছে (মিডল ইস্ট মনিটর)। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার (৭ জুলাই) নিউইয়র্কে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, ইসরাইল গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, “জাতিসংঘ ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে। এই অবস্থানে তাদের দায়িত্ব হচ্ছে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা।”

    ডুজারিক জানান, রোববার জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ৮ টি মানবিক সমন্বয় অনুরোধের মধ্যে ৩ টি প্রত্যাখ্যান করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়ছে।
    তিনি বলেন, “আমরা ইসরাইলি কর্তৃপক্ষকে আহ্বান জানাই— তারা যেন অবিলম্বে গাজার সব ক্রসিং খুলে দেয়, যাতে করে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হয় এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

    স্টিফেন ডুজারিক আরও বলেন, “জ্বালানিকে গাজার মানুষের জন্য জীবনরেখা হিসেবে দেখা হচ্ছে। তাই কোনো ধরনের বিলম্ব না করে তা প্রবেশের অনুমতি দিতে হবে।” সংকটময় পরিস্থিতিতে জরুরি এবং বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন জাতিসংঘের এই মুখপাত্র।

    নিউজটি শেয়ার করুন

    গাজায় প্রতি ৩ জনের মধ্যে ১ জন অনাহারে, মানবিক সহায়তা প্রচেষ্টায় ইসরাইলের বাধা : অভিযোগ জাতিসংঘের

    আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

    গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। অঞ্চলটিতে বর্তমানে প্রতি তিনজনের একজন খাদ্য সংকটে ভুগছেন এবং কয়েকদিন ধরে অনেকেই না খেয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে আরও বেশি মানুষের জীবন অনাহারের ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

    মঙ্গলবার (৮ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে এই তথ্য জানিয়েছে (মিডল ইস্ট মনিটর)। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার (৭ জুলাই) নিউইয়র্কে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, ইসরাইল গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, “জাতিসংঘ ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে। এই অবস্থানে তাদের দায়িত্ব হচ্ছে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা।”

    ডুজারিক জানান, রোববার জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ৮ টি মানবিক সমন্বয় অনুরোধের মধ্যে ৩ টি প্রত্যাখ্যান করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়ছে।
    তিনি বলেন, “আমরা ইসরাইলি কর্তৃপক্ষকে আহ্বান জানাই— তারা যেন অবিলম্বে গাজার সব ক্রসিং খুলে দেয়, যাতে করে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হয় এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

    স্টিফেন ডুজারিক আরও বলেন, “জ্বালানিকে গাজার মানুষের জন্য জীবনরেখা হিসেবে দেখা হচ্ছে। তাই কোনো ধরনের বিলম্ব না করে তা প্রবেশের অনুমতি দিতে হবে।” সংকটময় পরিস্থিতিতে জরুরি এবং বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন জাতিসংঘের এই মুখপাত্র।