ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় যেসব ব্যক্তি জড়িত রয়েছেন, তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে বড় ধরনের সহিংসতার ঘটনা গোয়েন্দা সংস্থার নজরে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে সহিংসতার পরিমাণ এতটা ভয়াবহ হবে তা ধারণার বাইরে ছিল।

    এ সময় এনসিপি নেতাদের অভিযোগ—আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ নিয়ে তো অনেকেই অনেক কিছু বলবেন, যার যা বক্তব্য সে সেটাই দেবে।”

    ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগের দিনই (বুধবার) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক।”

    অপরাধীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যারা অন্যায় করেছে, তারা যে পক্ষেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

    নিউজটি শেয়ার করুন

    গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আপডেট সময় ০৪:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় যেসব ব্যক্তি জড়িত রয়েছেন, তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে বড় ধরনের সহিংসতার ঘটনা গোয়েন্দা সংস্থার নজরে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে সহিংসতার পরিমাণ এতটা ভয়াবহ হবে তা ধারণার বাইরে ছিল।

    এ সময় এনসিপি নেতাদের অভিযোগ—আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ নিয়ে তো অনেকেই অনেক কিছু বলবেন, যার যা বক্তব্য সে সেটাই দেবে।”

    ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগের দিনই (বুধবার) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক।”

    অপরাধীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যারা অন্যায় করেছে, তারা যে পক্ষেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।