গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলায় বিএনপি মহাসচিবের গভীর উদ্বেগ

- আপডেট সময় ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের দুষ্কৃতিকারীরা আবারও অস্থিরতা সৃষ্টির অপতৎপরতায় মেতে উঠেছে। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা সেই অপচেষ্টারই জঘন্য প্রকাশ।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী দোসররা এখন মরণকামড়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হবে।”
বিএনপি মহাসচিব তার বিবৃতিতে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক শক্তিকে সংযত থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।