গোপালগঞ্জে নাশকতার ঘটনায় আটক ২০, অধিকাংশই আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মী

- আপডেট সময় ০২:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, নাশকতা ও সড়ক অবরোধের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীসহ মোট ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে শুরু করে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময় এদের আটক করা হয়। তাদের সবাইকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী ১৫ জনকে আটক করেছে এবং পুলিশ আটক করেছে আরও ৫ জনকে। সব মিলিয়ে মোট ২০ জন বর্তমানে আটক রয়েছেন। এদের বেশিরভাগই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। উল্লেখ্য, গতকাল এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং নিহত হন চারজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করে, যা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ রয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালায়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।