চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে স্থগিত সব পরীক্ষা

- আপডেট সময় ০১:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের জেরে রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নয়ন অনুযায়ী পরীক্ষার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে ভাড়া থাকা এক নারী শিক্ষার্থী রাত ১২টার দিকে তার ভবনে প্রবেশ করতে গেলে ভবনের দারোয়ানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন।
ঘটনার পর ২ নম্বর গেটে অবস্থানরত শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে অতিরিক্ত লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত বাকিরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।