চাঁদাবাজদের কাছে মানুষ আর ফিরবে না: তাসনিম জারা

- আপডেট সময় ০৪:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৩১৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন। তিনি বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
তাসনিম জারা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে।’
তিনি আরও লেখেন, ‘এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’