ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

    চানখাঁরপুলে ৬ হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ গঠন করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন বাতিল করে ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু করা হলো।

    গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জন নিরীহ নাগরিককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে মোট আটজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

    আটজন অভিযুক্তের মধ্যে প্রথম চারজন বর্তমানে পলাতক। বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য পেশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সেদিন মামলার পটভূমি ও মূল অভিযোগগুলো তুলে ধরা হবে। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।

    মানবতাবিরোধী অপরাধের এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মামলার রায়ের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করতে পারে।

    নিউজটি শেয়ার করুন

    চানখাঁরপুলে ৬ হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    আপডেট সময় ০৪:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ গঠন করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন বাতিল করে ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু করা হলো।

    গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জন নিরীহ নাগরিককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে মোট আটজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

    আটজন অভিযুক্তের মধ্যে প্রথম চারজন বর্তমানে পলাতক। বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য পেশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সেদিন মামলার পটভূমি ও মূল অভিযোগগুলো তুলে ধরা হবে। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।

    মানবতাবিরোধী অপরাধের এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মামলার রায়ের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করতে পারে।