ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

    চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। ভোর ৬টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জেলার সদরসহ নয়টি উপজেলায় সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে।

    ভোর থেকেই মোংলা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালামের নেতৃত্বে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কোর্ট, নির্বাচন অফিস, নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে অবস্থান নিয়ে হরতাল পালন করেন।

    হরতালের কারণে জেলার সব উপজেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নদী পারাপার বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ হরতালে অংশ নিচ্ছে।

    এদিকে সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম বলেন, “আমরা আমাদের চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু ইসি তা অগ্রাহ্য করে তিনটি আসন রেখে গেজেট প্রকাশ করেছে। আমরা ইসির এই গেজেট প্রত্যাখ্যান করছি এবং বলছি, চারটি আসনই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের হরতালে বাগেরহাট জেলা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

    প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি আসন বাদ দিয়ে গাজীপুরে একটি আসন বৃদ্ধির সিদ্ধান্তের খসড়া প্রকাশ করে। এতে তীব্র আপত্তি জানিয়ে বাগেরহাটবাসী কমিশনে লিখিত আপত্তি দাখিল করে। আপত্তির প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি, যেখানে শুধু সীমানা বিভাজনে পরিবর্তন আনা হয়, কিন্তু আসন বিলুপ্তির সিদ্ধান্ত বহাল থাকে। এর প্রতিবাদে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দেয়।

    নিউজটি শেয়ার করুন

    চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

    আপডেট সময় ১২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

    বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। ভোর ৬টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জেলার সদরসহ নয়টি উপজেলায় সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে।

    ভোর থেকেই মোংলা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালামের নেতৃত্বে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কোর্ট, নির্বাচন অফিস, নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে অবস্থান নিয়ে হরতাল পালন করেন।

    হরতালের কারণে জেলার সব উপজেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নদী পারাপার বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ হরতালে অংশ নিচ্ছে।

    এদিকে সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম বলেন, “আমরা আমাদের চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু ইসি তা অগ্রাহ্য করে তিনটি আসন রেখে গেজেট প্রকাশ করেছে। আমরা ইসির এই গেজেট প্রত্যাখ্যান করছি এবং বলছি, চারটি আসনই ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের হরতালে বাগেরহাট জেলা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

    প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি আসন বাদ দিয়ে গাজীপুরে একটি আসন বৃদ্ধির সিদ্ধান্তের খসড়া প্রকাশ করে। এতে তীব্র আপত্তি জানিয়ে বাগেরহাটবাসী কমিশনে লিখিত আপত্তি দাখিল করে। আপত্তির প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি, যেখানে শুধু সীমানা বিভাজনে পরিবর্তন আনা হয়, কিন্তু আসন বিলুপ্তির সিদ্ধান্ত বহাল থাকে। এর প্রতিবাদে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দেয়।