ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    চার দশক পেরিয়ে কানাডায় ওয়ারফেজ-শুরু হচ্ছে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর’

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম—ওয়ারফেজ। চার দশক ধরে যাদের গান শুধু শ্রোতার কানেই নয়, ঠাঁই করে নিয়েছে হৃদয়ের গভীরে। “অবাক ভালোবাসা”, “বসে আছি একা”, “জীবনধারা”, “অসামাজিক”, “পূর্ণতা” কিংবা “মৌনতা”—এই গানগুলো এক সময় শুধু বাংলাদেশের মঞ্চে নয়, এবার কানাডার শহরগুলোতেও গাইবে হাজারো কণ্ঠ।

    ২০২৪ সালে প্রতিষ্ঠার ৪০ বছর উদযাপন করে ওয়ারফেজ। সেই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে রাখতে দলটি দেশ-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের পরিকল্পনা নেয়। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় সফর শেষে এবার রওনা দিচ্ছে কানাডার দিকে। নতুন এই সংগীত অভিযাত্রার নাম দেওয়া হয়েছে—“ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫”।

    সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সফরে ওয়ারফেজ পারফর্ম করবে কানাডার নানা শহরে। ৬ সেপ্টেম্বর অন্টারিওর লন্ডন শহর দিয়ে শুরু হবে যাত্রা, এরপর একে একে ভ্যাঙ্কুভার, এডমন্টন, হ্যালিফ্যাক্স, সেন্ট জনস, রেজিনা, সাসকাচুয়ান, টরন্টো, অটোয়া এবং ৩ অক্টোবর উইনিপেগে শেষ হবে এই ঐতিহাসিক সফর। পুরো আয়োজনটি পরিচালনা করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। তাদের মতে, “এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়, এটি চার দশকের রক ঐতিহ্যের এক জাঁকজমকপূর্ণ উদযাপন।”

    ওয়ারফেজের প্রতিটি পারফরম্যান্স যেন কানাডার মঞ্চে জন্ম দেবে একেকটি গল্প। প্রবাসে থাকা শ্রোতারা ফিরে যাবেন তাদের স্মৃতির শহরে, শৈশবের গানে, তারুণ্যের সন্ধ্যায়। কখনো চোখের কোণে জমবে জল, কখনো হৃদয়ে বাজবে হারিয়ে যাওয়া দিনের সুর। শুধু সংগীত নয়, এটি হয়ে উঠবে প্রবাসী বাংলাদেশিদের জন্য শিকড়ের টানে ফিরে যাওয়া এক আবেগঘন উপলক্ষ।

    দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানান, “চার দশকের সংগীতযাত্রা সহজ ছিল না। একসময় দেশে ব্যান্ড সংগীতের জায়গা তৈরি করতেই লড়াই করতে হয়েছে। সেই জায়গা থেকে আজকের ওয়ারফেজ এই পর্যায়ে এসেছে—এটি আনন্দের, গর্বের এবং কৃতজ্ঞতার। আমরা ধন্য সেই শ্রোতাদের প্রতি, যাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

    ১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। এরপর আটটি ব্যান্ড অ্যালবাম, বহু মিক্সড প্রজেক্ট ও একক গান দিয়ে জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়। রক সংগীতপ্রেমী প্রজন্মের কাছে ওয়ারফেজ এখন কেবল একটি ব্যান্ড নয়—একটি আবেগ, এক অনুভব, এক চলমান ইতিহাস।

    এই সফর শুধু সংগীত পরিবেশনা নয়, এটি বাংলাদেশের রক সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এক প্রতীকী পদক্ষেপ। কানাডার প্রতিটি শহরে ওয়ারফেজের প্রতিটি গান ছড়িয়ে দেবে সেই গল্প, যে গল্প এক দেশের, এক প্রজন্মের, এক সাহসিক সংগীতযাত্রার।

    নিউজটি শেয়ার করুন

    চার দশক পেরিয়ে কানাডায় ওয়ারফেজ-শুরু হচ্ছে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর’

    আপডেট সময় ০২:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

    বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম—ওয়ারফেজ। চার দশক ধরে যাদের গান শুধু শ্রোতার কানেই নয়, ঠাঁই করে নিয়েছে হৃদয়ের গভীরে। “অবাক ভালোবাসা”, “বসে আছি একা”, “জীবনধারা”, “অসামাজিক”, “পূর্ণতা” কিংবা “মৌনতা”—এই গানগুলো এক সময় শুধু বাংলাদেশের মঞ্চে নয়, এবার কানাডার শহরগুলোতেও গাইবে হাজারো কণ্ঠ।

    ২০২৪ সালে প্রতিষ্ঠার ৪০ বছর উদযাপন করে ওয়ারফেজ। সেই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে রাখতে দলটি দেশ-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের পরিকল্পনা নেয়। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় সফর শেষে এবার রওনা দিচ্ছে কানাডার দিকে। নতুন এই সংগীত অভিযাত্রার নাম দেওয়া হয়েছে—“ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫”।

    সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সফরে ওয়ারফেজ পারফর্ম করবে কানাডার নানা শহরে। ৬ সেপ্টেম্বর অন্টারিওর লন্ডন শহর দিয়ে শুরু হবে যাত্রা, এরপর একে একে ভ্যাঙ্কুভার, এডমন্টন, হ্যালিফ্যাক্স, সেন্ট জনস, রেজিনা, সাসকাচুয়ান, টরন্টো, অটোয়া এবং ৩ অক্টোবর উইনিপেগে শেষ হবে এই ঐতিহাসিক সফর। পুরো আয়োজনটি পরিচালনা করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। তাদের মতে, “এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়, এটি চার দশকের রক ঐতিহ্যের এক জাঁকজমকপূর্ণ উদযাপন।”

    ওয়ারফেজের প্রতিটি পারফরম্যান্স যেন কানাডার মঞ্চে জন্ম দেবে একেকটি গল্প। প্রবাসে থাকা শ্রোতারা ফিরে যাবেন তাদের স্মৃতির শহরে, শৈশবের গানে, তারুণ্যের সন্ধ্যায়। কখনো চোখের কোণে জমবে জল, কখনো হৃদয়ে বাজবে হারিয়ে যাওয়া দিনের সুর। শুধু সংগীত নয়, এটি হয়ে উঠবে প্রবাসী বাংলাদেশিদের জন্য শিকড়ের টানে ফিরে যাওয়া এক আবেগঘন উপলক্ষ।

    দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানান, “চার দশকের সংগীতযাত্রা সহজ ছিল না। একসময় দেশে ব্যান্ড সংগীতের জায়গা তৈরি করতেই লড়াই করতে হয়েছে। সেই জায়গা থেকে আজকের ওয়ারফেজ এই পর্যায়ে এসেছে—এটি আনন্দের, গর্বের এবং কৃতজ্ঞতার। আমরা ধন্য সেই শ্রোতাদের প্রতি, যাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

    ১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। এরপর আটটি ব্যান্ড অ্যালবাম, বহু মিক্সড প্রজেক্ট ও একক গান দিয়ে জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়। রক সংগীতপ্রেমী প্রজন্মের কাছে ওয়ারফেজ এখন কেবল একটি ব্যান্ড নয়—একটি আবেগ, এক অনুভব, এক চলমান ইতিহাস।

    এই সফর শুধু সংগীত পরিবেশনা নয়, এটি বাংলাদেশের রক সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এক প্রতীকী পদক্ষেপ। কানাডার প্রতিটি শহরে ওয়ারফেজের প্রতিটি গান ছড়িয়ে দেবে সেই গল্প, যে গল্প এক দেশের, এক প্রজন্মের, এক সাহসিক সংগীতযাত্রার।