চীন থেকে দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের ২০টি মিটারগেজ

Jesmin Sultana Mala
- আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২৭৫ বার পড়া হয়েছে
আগামী দুই বছরের মধ্যে এসব ইঞ্জিন আসবে বলে আশা করা হচ্ছে।
রেলে বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের তীব্র সংকট থাকায় প্রতিদিনই বহু যাত্রী ও মালবাহী ট্রেন বাতিল হচ্ছে।
চীনের দেওয়া ইঞ্জিনে এ সংকট কিছুটা কাটবে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী ইঞ্জিন, পাঁচ বছরের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণসহ মোট ব্যয় ১,৬৩৫ কোটি টাকা।
এর মধ্যে ১,৫৯১ কোটি টাকা বহন করবে চীন, আর বাংলাদেশ সরকার দেবে শুল্ক ও কর বাবদ ৪৪ কোটি টাকা।
২০২৭ সালের মধ্যে প্রকল্প শেষ হবে।
রেলওয়ে জানায়, এই অনুদান এলে চীন হবে বাংলাদেশের ১০ম ইঞ্জিন সরবরাহকারী দেশ।
ট্যাগস :
bangladesh china relation Bangladesh News Today bangladesh railway bangladesh train news bangladesh transport news bangladesh viral news chinese engine bangladesh chinese grant railway Dhaka Press rail engine import rail news bangladesh rail project 2025 railway development bangladesh railway engine crisis railway modernization railway project railway project 2027 railway update bd train engine bangladesh চীন থেকে ইঞ্জিন ঢাকা প্রেস বাংলাদেশ রেলওয়ে রেল ইঞ্জিন রেল প্রকল্প রেলওয়ে খবর






















