ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

    চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
    • / ২৮১ বার পড়া হয়েছে

    অবিশ্বাস্য! বোতাফাগোর পারফরম্যান্সকে ব্যাখ্যা করতে বললে এই একটি শব্দই বলতে হবে। যে পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান সিরিআর ক্লাবটি। ফিফা ক্লাব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা।

    বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় বোতাফাগোর হয়ে একমাত্র গোলটি করেন ইগর হেসুস। এই জয়ে (২ জয়, ০ ড্র, ০ হার— ৬ পয়েন্ট) এককভাবে গ্রুপ বি-এর শীর্ষে অবস্থান করছে বোটাফোগো। পিএসজি দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখন অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর আগে একই দিনে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো।

    ইগর হেসুস গোল করেন ৩৬ মিনিটে। জেফারসন সাভারিনো মাঝমাঠ থেকে একটি পাস আক্রমণভাগে পাঠান। হেসুস দৌড়ে এসে দুই পিএসজি ডিফেন্ডারের মাঝ থেকে বলের দখল নেন। এরপর ডি-বক্সের প্রান্ত থেকে শট নেন। বল একবার বাউন্স করে জালের নিচের বাম কোণে জড়িয়ে পড়ে।

    বোতাফোগোর গোলরক্ষক জন দুটি সেভ করে দলের ক্লিন শিট নিশ্চিত করেন। অপরদিকে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা তিনটি শট রক্ষা করেন।

    পিএসজি মোট ১৬টি শট নিলেও গোলমুখে ছিল মাত্র দুটি। অন্যদিকে বোতাফোগো চারটি শট নেয় এবং তার সবকটিই ছিল অন টার্গেটে। এই কার্যকারিতাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

    নিউজটি শেয়ার করুন

    চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক

    আপডেট সময় ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

    অবিশ্বাস্য! বোতাফাগোর পারফরম্যান্সকে ব্যাখ্যা করতে বললে এই একটি শব্দই বলতে হবে। যে পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান সিরিআর ক্লাবটি। ফিফা ক্লাব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা।

    বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় বোতাফাগোর হয়ে একমাত্র গোলটি করেন ইগর হেসুস। এই জয়ে (২ জয়, ০ ড্র, ০ হার— ৬ পয়েন্ট) এককভাবে গ্রুপ বি-এর শীর্ষে অবস্থান করছে বোটাফোগো। পিএসজি দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এখন অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর আগে একই দিনে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো।

    ইগর হেসুস গোল করেন ৩৬ মিনিটে। জেফারসন সাভারিনো মাঝমাঠ থেকে একটি পাস আক্রমণভাগে পাঠান। হেসুস দৌড়ে এসে দুই পিএসজি ডিফেন্ডারের মাঝ থেকে বলের দখল নেন। এরপর ডি-বক্সের প্রান্ত থেকে শট নেন। বল একবার বাউন্স করে জালের নিচের বাম কোণে জড়িয়ে পড়ে।

    বোতাফোগোর গোলরক্ষক জন দুটি সেভ করে দলের ক্লিন শিট নিশ্চিত করেন। অপরদিকে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা তিনটি শট রক্ষা করেন।

    পিএসজি মোট ১৬টি শট নিলেও গোলমুখে ছিল মাত্র দুটি। অন্যদিকে বোতাফোগো চারটি শট নেয় এবং তার সবকটিই ছিল অন টার্গেটে। এই কার্যকারিতাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।