ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

    ছাত্রদলের নেতা–কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে সক্ষম-রাকিবুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই রাজনৈতিক জমায়েত। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।”

    রাকিবুল ইসলাম আরও বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, ছাত্রদলের নেতা–কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে সক্ষম।”

    এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন নেতাকর্মীদের উদ্দেশে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

    এরই মধ্যে সমাবেশস্থলে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

    সকাল থেকেই শাহবাগ চত্বরে জমতে শুরু করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকার বিভিন্ন ইউনিট এবং দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আগত নেতাকর্মীরা। টিএসসির দিক ঘেঁষে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ, যার সামনে জড়ো হয়েছে হাজারো কর্মী। অনেকেই কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের লোগোযুক্ত ব্যান্ড পরে, পতাকা হাতে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

    সমাবেশে আসা কর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন নানা স্লোগানে গর্জে উঠেছেন। তাদের উপস্থিতি ও স্লোগানে রাজপথ যেন আবারো উত্তাল হয়ে উঠেছে ছাত্র রাজনীতির স্পন্দনে।

    নিউজটি শেয়ার করুন

    ছাত্রদলের নেতা–কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে সক্ষম-রাকিবুল ইসলাম

    আপডেট সময় ০৫:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই রাজনৈতিক জমায়েত। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।”

    রাকিবুল ইসলাম আরও বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, ছাত্রদলের নেতা–কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে সক্ষম।”

    এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন নেতাকর্মীদের উদ্দেশে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

    এরই মধ্যে সমাবেশস্থলে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

    সকাল থেকেই শাহবাগ চত্বরে জমতে শুরু করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকার বিভিন্ন ইউনিট এবং দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আগত নেতাকর্মীরা। টিএসসির দিক ঘেঁষে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ, যার সামনে জড়ো হয়েছে হাজারো কর্মী। অনেকেই কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের লোগোযুক্ত ব্যান্ড পরে, পতাকা হাতে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

    সমাবেশে আসা কর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন নানা স্লোগানে গর্জে উঠেছেন। তাদের উপস্থিতি ও স্লোগানে রাজপথ যেন আবারো উত্তাল হয়ে উঠেছে ছাত্র রাজনীতির স্পন্দনে।