জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কর্মকর্তাদের বদলি শুরু করেছে নির্বাচন কমিশন

- আপডেট সময় ০৮:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে কর্মকর্তাদের ব্যাপক বদলি কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাই মাসের শেষার্ধে ইসি মোট ১৭৪ জন কর্মকর্তাকে বদলি করেছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে ২৭ জুলাইয়ের বদলির প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত কয়েকজন কর্মকর্তার বদলির আদেশ আংশিক সংশোধন এবং একজনের বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
সংশোধিত আদেশ অনুযায়ী, ১৬ নম্বর ক্রমিকের শেখ বদরুদ্দীন (উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ), ৪৪ নম্বর ক্রমিকের মো. আলী হোসেন (উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী), ৫১ নম্বর ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি (উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা), ৫৩ নম্বর ক্রমিকের মো. আবুল বাশার (উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার) এবং ৬৩ নম্বর ক্রমিকের মেহরাজুল হাসান (উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জ)–এই কর্মকর্তাদের বদলির আদেশ সংশোধন করা হয়েছে। একই সঙ্গে, ৫ নম্বর ক্রমিকের মো. মোশাররফ হোসেন (সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা)-এর বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
ইসি জানিয়েছে, সদ্য বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। কেউ নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, ৭ আগস্ট থেকেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, এর আগে ২৭ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এবং প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছিল নির্বাচন কমিশন।