ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

    জাতীয় নির্বাচনে ফেরারি আসামিদের প্রার্থীতা অযোগ্য করার প্রস্তাব দিল ইসি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫১ বার পড়া হয়েছে

    আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরও কিছু সংশোধনী আনার পরিকল্পনার অংশ হিসেবেই এ প্রস্তাব রাখা হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

    ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবটি গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আইন মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই করে ভোটিংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তুলবে। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এ সংশোধনী আইনে যুক্ত হবে।

    এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল। তবে তখন ইসি এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত প্রকাশ করে জানিয়েছিল, এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।

    আগে বিরোধিতা করলেও এখন কেন প্রস্তাবটি গ্রহণ করা হলো—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য মিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে, বিধানটি রাখা দরকার। যদি ভবিষ্যতে এর অপব্যবহার হয়, তখন প্রয়োজন অনুযায়ী আবার সংশোধন করা যাবে।

    তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলে তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণার যে প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছিল, সেটি ইসির প্রস্তাবে রাখা হয়নি।

    নিউজটি শেয়ার করুন

    জাতীয় নির্বাচনে ফেরারি আসামিদের প্রার্থীতা অযোগ্য করার প্রস্তাব দিল ইসি

    আপডেট সময় ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

    আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরও কিছু সংশোধনী আনার পরিকল্পনার অংশ হিসেবেই এ প্রস্তাব রাখা হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

    ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবটি গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আইন মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই করে ভোটিংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তুলবে। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এ সংশোধনী আইনে যুক্ত হবে।

    এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল। তবে তখন ইসি এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত প্রকাশ করে জানিয়েছিল, এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।

    আগে বিরোধিতা করলেও এখন কেন প্রস্তাবটি গ্রহণ করা হলো—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য মিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে, বিধানটি রাখা দরকার। যদি ভবিষ্যতে এর অপব্যবহার হয়, তখন প্রয়োজন অনুযায়ী আবার সংশোধন করা যাবে।

    তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলে তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণার যে প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছিল, সেটি ইসির প্রস্তাবে রাখা হয়নি।