জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২ জুলাই সব পরীক্ষা স্থগিত, সারা দেশে শোক দিবস পালন

- আপডেট সময় ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে পালিত হচ্ছে শোক দিবস। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমান ও ভবনটিতে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। এছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশের ইতিহাসে এই দুর্ঘটনা একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে থাকল।