জানা গেছে ২০২৬ সালের পবিত্র রমজান শুরু হবে কবে

- আপডেট সময় ০৫:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র রমজান কবে শুরু হবে এ নিয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।
দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এমনটি হলে পবিত্র রমজান মাস শুরু হতে এখনও বাকি রয়েছে প্রায় ১৩৯ দিন।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের শুরু নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর।
তার ব্যাখ্যা অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবি সময় অনুযায়ী নতুন চাঁদ জন্ম নেবে।
তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই সেই চাঁদ অস্ত যাবে বলে জানান তিনি।
ফলে সেই দিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।
আর তাই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির ঘোষণার পর ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজানের প্রথম দিন নির্ধারিত হওয়ার সম্ভাবনা প্রবল।
আল জারওয়ান বলেন, আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট।
মাসের শেষে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে।
দিনের আলো শুরুর দিকে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, যা মাস শেষে বেড়ে হবে ১২ ঘণ্টা ১২ মিনিট।
জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানান, পুরো রমজান মাসজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে।
রমজান শুরুর তারিখ শেষ পর্যন্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
তবে বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র মাসটি শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধেই।























