ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

    জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৩:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

    দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১২টার মধ্যে। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

    অস্ত্রোপচারটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এবং তাঁর চিকিৎসক দল। সার্জারির পর দুপুর সাড়ে ১২টায় এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাচ্ছি।”

    দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন বলে জানা গেছে।

    নিউজটি শেয়ার করুন

    জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

    আপডেট সময় ০৩:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

    দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ১২টার মধ্যে। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

    অস্ত্রোপচারটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এবং তাঁর চিকিৎসক দল। সার্জারির পর দুপুর সাড়ে ১২টায় এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাচ্ছি।”

    দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন বলে জানা গেছে।