সোহাগ হত্যায় শোক ও মব ভায়োলেন্সে উদ্বেগ প্রকাশ জিএম কাদেরের

- আপডেট সময় ১০:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিটফোর্ড হাসপাতালসংলগ্ন এলাকায় লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে তিনি নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে জিএম কাদের সাম্প্রতিক মব ভায়োলেন্স ও দেশজুড়ে উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতিতে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা আজ চরমে পৌঁছেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা এ রকম ভয়ের পরিবেশের জন্য আত্মত্যাগ করেননি।”
জিএম কাদের বলেন, “আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত মাত্র ১০ মাসে মব ভায়োলেন্সে সারাদেশে ১৭৪ জন মানুষ নির্মমভাবে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ৮০ জন নিহত হয়েছেন। অন্যান্য বিভাগেও উদ্বেগজনকভাবে এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে—চট্টগ্রামে ২৯, বরিশালে ১৭, রাজশাহীতে ১৬, খুলনায় ১৪, ময়মনসিংহে ৬, রংপুরে ৭ এবং সিলেট বিভাগে ৫ জন নিহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মব ভায়োলেন্স থামছে না। এতে দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
জাপা চেয়ারম্যান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হলে মব ভায়োলেন্সে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সম্প্রীতির ঐতিহ্য টিকিয়ে রাখতে কার্যকর ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।”