জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

- আপডেট সময় ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ২৯৩ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।
সকাল সাড়ে নয়টার দিকে টস সেরে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ে দলের ক্রেইগ আরবিন।
সিলেটের ব্যাটিংবান্ধব উইকেটে রস আছে এবং রান ওঠার সম্ভবনা আছে। যে কারণে জিততে হলে সংগ্রহ বড় করতে হবে। পাশাপাশি বোলারদের জন্যও ভালো কিছু থাকবে বলে আশা করা যায়।
সব মিলিয়ে সতেজ ও মসৃণ উইকেটে আগে ব্যাট করলেই বেশি ভালো হবে, এমন ভাবনা থেকেই সিদ্ধান্তটি নিয়েছেন শান্ত।
২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে । হারারেতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে একমাত্র জিম্বাবুয়ে হেরেছিল ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।