ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

    জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কেউ পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‌,

    মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক লেখা একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তা পারেনি।

    তিনি আরো বলেন, সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। বিএনপিকে অনেকভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়,

    কিন্তু বাংলাদেশের যা কিছু অর্জন, তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব।

    বিএনপি মহাসচিব বলেন, গোটা বাংলাদেশ তছনছ হয়ে গেছে গত ১৫ বছরে। এখন দেশের জন্য যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

    তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

    মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের সত্যকে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

    নিউজটি শেয়ার করুন

    জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল

    আপডেট সময় ০৬:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

    প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কেউ পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‌,

    মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক লেখা একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তা পারেনি।

    তিনি আরো বলেন, সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। বিএনপিকে অনেকভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়,

    কিন্তু বাংলাদেশের যা কিছু অর্জন, তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব।

    বিএনপি মহাসচিব বলেন, গোটা বাংলাদেশ তছনছ হয়ে গেছে গত ১৫ বছরে। এখন দেশের জন্য যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

    তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

    মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের সত্যকে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।