জুবিন গর্গের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর মোড়

- আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২৭৮ বার পড়া হয়েছে
অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে নতুন অভিযোগ উঠেছে।
তাঁর ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জেরায় দাবি করেছেন, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে বিষ দিয়ে খুন করে থাকতে পারেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
শেখরজ্যোতির মতে, সন্দেহজনক আচরণ করেছিলেন সিদ্ধার্থ।
বোট নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, জুবিনের ড্রিঙ্কসে হস্তক্ষেপ করা এবং মৃত্যুর সময় “যেতে দাও” বলে চিৎকার করা এসবই রহস্য বাড়িয়েছে।
এদিকে সিঙ্গাপুর পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট ভারতের হাতে দিয়েছে।
ঘটনাস্থলে থাকা শেখরজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ।
তাঁদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও আয়োজক শ্যামকানু মহন্তকেও খুন ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিএনএসের ধারা ১০৩ অনুযায়ী খুনের মামলা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে






















