জুলাই আন্দোলনের নারী যোদ্ধারা কেন মুখ লুকিয়ে আছেন – প্রশ্ন তুললেন শারমীন মুরশিদ

- আপডেট সময় ০৭:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
ঢাকা, ১৪ জুলাই — “জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে রাজপথে দাঁড়ানো নারীরা আজ কেন ঘরবন্দি হয়ে পড়েছেন, কেন মুখ লুকিয়ে ফেলেছেন—তা বোঝার প্রয়োজন রয়েছে,” এমন মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী এখন হতাশাগ্রস্ত হয়ে ঘরে বসে আছেন। তাঁদের খুঁজে বের করে পাশে দাঁড়াতে হবে।
আজ ১৪ জুলাই ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই দিনটিতে গত বছরের জুলাই আন্দোলনে নারীদের অসামান্য ভূমিকা স্মরণ করছে সরকার। অনুষ্ঠানটির শুরুতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, আজ থেকে ‘জুলাই অভ্যুত্থান’-এর মূল কার্যক্রম শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রদর্শিত হবে ছয়টি তথ্যচিত্র। অনুষ্ঠানটি চলবে রাত ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেভাবে গত বছর হল থেকে বের হয়ে এসেছিলেন, ঠিক তেমনিভাবে আজ রাতেও একই কর্মসূচি পালিত হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে।
সংস্কৃতি উপদেষ্টা আরও জানান, আজ থেকে দেশের ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে পাঁচজন উপদেষ্টা গিয়ে কাজের তত্ত্বাবধান করছেন। এসব স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ হবে আগামী ৪ আগস্টের মধ্যে।
শারমীন মুরশিদ বলেন, “জুলাই অভ্যুত্থানে যখন ছেলেরা আক্রান্ত হচ্ছিলেন, তখন মেয়েরা সাহস করে এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন। এই আন্দোলন সমাজ পরিবর্তনের দৃষ্টান্ত তৈরি করেছে—কীভাবে সম্মিলিত শক্তি বিকাশ ঘটতে পারে, তা আমাদের ভেবে দেখা উচিত। এই শক্তিকে টিকিয়ে রাখতে হবে।” তিনি জানান, সরকার প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। যারা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে এবং তাঁদের কীর্তি সংরক্ষণ করা হবে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, নারী যোদ্ধাদের খুঁজে বের করার উদ্যোগ নিতে এতো সময় কেন লাগল? উত্তরে শারমীন মুরশিদ বলেন, “বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে। আমরা তাঁদের কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। তবে দেরি হলেও ভালো কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে সম্পৃক্ত অন্য নারীদের খুঁজে বের করতে।”
তিনি আরও বলেন, অনেক নারী জানিয়েছেন যে তাঁরা আর সামনে আসতে রাজি নন। কেন এমন হলো, সেটা খুঁজে বের করতে হবে। তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। “যে নারীরা কিছুদিন আগেও রাজপথে দাঁড়িয়েছিলেন, তাঁরাই আজ মুখ ফিরিয়ে নিচ্ছেন—এ চিত্র আশাব্যঞ্জক নয়,” বলেন শারমীন মুরশিদ।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথাও স্মরণ করেন। “তখনও অনেক নারী যুদ্ধ শেষে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এবার যেন তা না ঘটে, সে চেষ্টা চলছে,” উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে শারমীন মুরশিদ জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় একটি সাইবার টিম গঠন করছে, যারা ২৪ ঘণ্টা সাইবার বুলিং মনিটর করবে। তিনি বলেন, “দেশের ভেতরে ও বাইরে বসে অনেকে নারীদের বিরুদ্ধে এই ঘৃণ্য কর্মকাণ্ড চালাচ্ছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পরে গণভবন চত্বরে নির্মাণাধীন জাদুঘর ও অন্যান্য স্থাপনা সাংবাদিকদের ঘুরিয়ে দেখানো হয়।