ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি, ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০২:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিক্ষোভ করেছে ‘জুলাই রাজবন্দী’ নামে একটি প্ল্যাটফর্ম। দুদক কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    জুলাই রাজবন্দী প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক মাহাদী হাসান বলেন, “ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আমরা গতকাল রাত আড়াইটা থেকে এখানে অবস্থান করছি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেটি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা মেনে নিতে পারি না। ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

    অন্য আন্দোলনকারী জনি আখন্দ বলেন, “তিনি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই আমরা তাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছি। পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে, আমরা সেইটাই চাই। জুলাই নিয়ে তার বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

    আন্দোলন চলার কারণে শিল্পকলা ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। রাস্তায় অবস্থানরত শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। রমনা জোনের ডিসি মাসুদ বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের রাস্তা থেকে সরাতে। রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। আমি অনুরোধ করি, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে পাশে চলে যাক যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে।”

    উল্লেখ্য, একই ঘটনায় বিএনপি ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত রোববার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। এর আগে ৫ আগস্টের ঘটনার জন্য ‘ষড়যন্ত্র’ এবং ‘কালো শক্তি’ দায়ী বলে মন্তব্য করেছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

    নিউজটি শেয়ার করুন

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি, ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

    আপডেট সময় ০২:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

    জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিক্ষোভ করেছে ‘জুলাই রাজবন্দী’ নামে একটি প্ল্যাটফর্ম। দুদক কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    জুলাই রাজবন্দী প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক মাহাদী হাসান বলেন, “ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আমরা গতকাল রাত আড়াইটা থেকে এখানে অবস্থান করছি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেটি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা মেনে নিতে পারি না। ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

    অন্য আন্দোলনকারী জনি আখন্দ বলেন, “তিনি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই আমরা তাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছি। পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে, আমরা সেইটাই চাই। জুলাই নিয়ে তার বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

    আন্দোলন চলার কারণে শিল্পকলা ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। রাস্তায় অবস্থানরত শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। রমনা জোনের ডিসি মাসুদ বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের রাস্তা থেকে সরাতে। রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। আমি অনুরোধ করি, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে পাশে চলে যাক যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে।”

    উল্লেখ্য, একই ঘটনায় বিএনপি ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত রোববার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। এর আগে ৫ আগস্টের ঘটনার জন্য ‘ষড়যন্ত্র’ এবং ‘কালো শক্তি’ দায়ী বলে মন্তব্য করেছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।