জুলাই শহীদ ও আহতদের জন্য চাকরিতে থাকবে না কোটা: উপদেষ্টা ফারুক ই আজম

- আপডেট সময় ০২:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, যেখানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।
প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাকরিতে কোটা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং সরকারের মূল লক্ষ্য হচ্ছে, এই পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসন করা। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য নির্দিষ্ট কিছু কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, যার আওতায় চাকরির কোটা বা ফ্ল্যাট প্রদানের মতো সুবিধা নেই।
তিনি ব্যাখ্যা করেন, পুনর্বাসন হতে পারে বিভিন্নভাবে—যেমন, প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা তৈরি করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। কেউ যদি হাঁস-মুরগি বা পশু পালন করে জীবিকা নির্বাহ করতে চান, সরকার সে অনুযায়ী সহায়তা দেবে। যার যা প্রয়োজন ও সক্ষমতা, সে অনুযায়ী তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।
এসময় জুলাই যোদ্ধাদের সরকারি অনুদান মুক্তিযোদ্ধাদের সমমান করা হচ্ছে কি না—এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা টানার প্রয়োজন নেই। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, তাঁদের অবদান অনস্বীকার্য এবং মহান। তিনি বলেন, “এখানে বিষয়টি ভিন্ন। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও সহায়তা দেওয়া হবে, তবে তা মুক্তিযোদ্ধা পরিচয়ের সমকক্ষ হিসেবে নয়।”
উপদেষ্টা আরও বলেন, সরকার চায় যাতে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। তাই সরাসরি কোটা নয়, পুনর্বাসন ও জীবিকাভিত্তিক সহায়তা গ্রহণের দিকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার।