জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

- আপডেট সময় ০৪:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদ, বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, “আগামী ৫ আগস্ট পর্যন্ত আমরা জুলাই সনদের জন্য অপেক্ষা করব। আশা করি সরকারসহ সব পক্ষ এর মধ্যেই সনদটি ঘোষণা করবে।” সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহীতে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অবস্থানকালে তিনি এসব কথা বলেন।
এনসিপি দীর্ঘদিন ধরে জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি প্রদান, গণঅভ্যুত্থানের মূল্যায়ন এবং ‘জুলাই সনদ’কে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে। তরুণ প্রজন্মনির্ভর এই রাজনৈতিক দলটির দাবি, এই সনদ ঘোষণার মধ্য দিয়েই জাতির প্রকৃত প্রত্যাশা ও ভবিষ্যৎ পথনকশা নির্ধারণ করা সম্ভব।
দলটির বিশ্বাস, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সরকার এই মাসের মধ্যেই সনদ ঘোষণা করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা ৫ আগস্ট, ‘গণঅভ্যুত্থান দিবস’ পর্যন্ত অপেক্ষা করবে। জুলাই সনদ, বিচার ও সংস্কার দাবিতে ১ জুলাই থেকে এনসিপি শুরু করেছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই দেশব্যাপী আন্দোলন এরই মধ্যে ১৪টি জেলা অতিক্রম করেছে।
সোমবার রাজশাহী ও নাটোর সফর শেষে সিরাজগঞ্জ ও পাবনার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এনসিপি নেতাদের।