ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

    ট্রেন পছন্দ না হওয়ায় রেলপথ অবরোধ-রাজশাহীতে বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা যাওয়ার জন্য রেল মন্ত্রণালয় থেকে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হলেও তা যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টা রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

    ঘটনাটি ঘটে সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের জন্য বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি পুরনো ও যাত্রার জন্য অনুপযুক্ত। সেইসঙ্গে তারা দাবি করেন, ট্রেনটি ধীরগতির হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব নয়।

    রেল স্টেশনে পৌঁছে ট্রেনের অবস্থা প্রত্যক্ষ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং সাড়ে ৭টার দিকে সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা আটকে দেন। রেললাইন অবরোধ করে তারা দ্রুতগামী ও মানসম্মত ট্রেন বরাদ্দের দাবি জানাতে থাকেন।

    পরে আন্দোলনকারীদের মধ্যে মতভেদ দেখা দেয়। একাংশ রেল বিভাগের দেওয়া বিশেষ ট্রেনে চেপে ঢাকার উদ্দেশে রওনা দেন। অন্য অংশের বিক্ষোভকারীরা পরে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাত্রা করেন। এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটেনি।

    রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রেল মন্ত্রণালয় একটি ৫৪৮ আসনের বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছিল, যার ভাড়া ছিল চার লাখ ৮৫ টাকা। আন্দোলনকারীরা শুরুতে ট্রেনটি প্রত্যাখ্যান করলেও পরে অনেকেই সরকারি চিঠি দেখার পর অবস্থান ছেড়ে দেন এবং অবরোধ তুলে নেন। সকাল ৮টা ৫ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে। অবশিষ্ট আন্দোলনকারীদের পরবর্তী ট্রেন সিল্কসিটিতে করে পাঠানো হয়।

    ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকাগামী ট্রেনসমূহ যথাক্রমে যাত্রা শুরু করে।

    নিউজটি শেয়ার করুন

    ট্রেন পছন্দ না হওয়ায় রেলপথ অবরোধ-রাজশাহীতে বিক্ষোভ

    আপডেট সময় ০৪:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

    বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা যাওয়ার জন্য রেল মন্ত্রণালয় থেকে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হলেও তা যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে প্রায় এক ঘণ্টা রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

    ঘটনাটি ঘটে সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের জন্য বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি পুরনো ও যাত্রার জন্য অনুপযুক্ত। সেইসঙ্গে তারা দাবি করেন, ট্রেনটি ধীরগতির হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব নয়।

    রেল স্টেশনে পৌঁছে ট্রেনের অবস্থা প্রত্যক্ষ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং সাড়ে ৭টার দিকে সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা আটকে দেন। রেললাইন অবরোধ করে তারা দ্রুতগামী ও মানসম্মত ট্রেন বরাদ্দের দাবি জানাতে থাকেন।

    পরে আন্দোলনকারীদের মধ্যে মতভেদ দেখা দেয়। একাংশ রেল বিভাগের দেওয়া বিশেষ ট্রেনে চেপে ঢাকার উদ্দেশে রওনা দেন। অন্য অংশের বিক্ষোভকারীরা পরে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাত্রা করেন। এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটেনি।

    রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রেল মন্ত্রণালয় একটি ৫৪৮ আসনের বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছিল, যার ভাড়া ছিল চার লাখ ৮৫ টাকা। আন্দোলনকারীরা শুরুতে ট্রেনটি প্রত্যাখ্যান করলেও পরে অনেকেই সরকারি চিঠি দেখার পর অবস্থান ছেড়ে দেন এবং অবরোধ তুলে নেন। সকাল ৮টা ৫ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে। অবশিষ্ট আন্দোলনকারীদের পরবর্তী ট্রেন সিল্কসিটিতে করে পাঠানো হয়।

    ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকাগামী ট্রেনসমূহ যথাক্রমে যাত্রা শুরু করে।