ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

    ট্রেন শোডাউন করে ময়মনসিংহে বিএনপি নেতাকর্মীদের সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিতে এবং ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার গুম ও হত্যার বিচার’ দাবিতে ট্রেন শোডাউন করে ময়মনসিংহে পৌঁছেছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

    সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ট্রেনে করে ময়মনসিংহ যান। সেখানে তারা কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি র‍্যালি বের করেন। এর আগে, সকাল থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা মিছিল সহকারে রেলওয়ে স্টেশনগুলোতে জড়ো হন। পরে তারা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে সমাবেশে যোগ দেন।

    ময়মনসিংহ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল জানান, প্রয়াত সাংসদ ফজলুর রহমান সুলতানের সুযোগ্য ছেলে আলহাজ্ব মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ হাজার হাজার নেতাকর্মী রেলপথ এবং সড়ক পথে সমাবেশ সফল করতে ময়মনসিংহে উপস্থিত হয়েছেন।

    গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং আওয়ামী লীগের ‘গুম, হত্যার বিচার’ ও দ্রুত নির্বাচনের দাবিতে প্রায় ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করতে তারা ময়মনসিংহে যাচ্ছেন।

    এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    নিউজটি শেয়ার করুন

    ট্রেন শোডাউন করে ময়মনসিংহে বিএনপি নেতাকর্মীদের সমাবেশ

    আপডেট সময় ০৪:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগ দিতে এবং ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার গুম ও হত্যার বিচার’ দাবিতে ট্রেন শোডাউন করে ময়মনসিংহে পৌঁছেছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

    সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ট্রেনে করে ময়মনসিংহ যান। সেখানে তারা কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি র‍্যালি বের করেন। এর আগে, সকাল থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা মিছিল সহকারে রেলওয়ে স্টেশনগুলোতে জড়ো হন। পরে তারা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে সমাবেশে যোগ দেন।

    ময়মনসিংহ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল জানান, প্রয়াত সাংসদ ফজলুর রহমান সুলতানের সুযোগ্য ছেলে আলহাজ্ব মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ হাজার হাজার নেতাকর্মী রেলপথ এবং সড়ক পথে সমাবেশ সফল করতে ময়মনসিংহে উপস্থিত হয়েছেন।

    গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং আওয়ামী লীগের ‘গুম, হত্যার বিচার’ ও দ্রুত নির্বাচনের দাবিতে প্রায় ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করতে তারা ময়মনসিংহে যাচ্ছেন।

    এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।