ডাকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা প্রদর্শন হবে

- আপডেট সময় ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এবারের নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন। এসব স্ক্রিনে ভেতরে চলমান ভোট গণনা সরাসরি প্রদর্শন করা হবে, যা ডাকসুর নির্বাচনী ইতিহাসে এক নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে সরাসরি সম্প্রচার করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ক্যাম্পাসের মোট ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে মোট ৪১টি ভোট দিতে হবে।
নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। এই বিপুল সংখ্যক ভোটার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে এক নতুন গণতান্ত্রিক আবহ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রার্থীদের দিক থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। জিএস পদে রয়েছেন ১৯ জন, এজিএস পদে ২৫ জন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী।
এ ছাড়া কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে প্রতিযোগিতা আরও বেশি। মোট ১৩টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন সর্বোচ্চ ২১৭ জন। ডাকসুর এবারের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা প্রদর্শনের সিদ্ধান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।