ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

- আপডেট সময় ১২:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আগ্রহী শিক্ষার্থীদের তাঁর প্যানেলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে উমামা ফাতেমা নিজের নাম, বিভাগ, সেশন ও হলের নাম উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনি প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের ভেতরে-বাইরে থেকে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, প্রথম বর্ষে থাকাকালীন তিনি ‘‘বৈধ সিট আমার অধিকার’’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে বৈধ সিটের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। এই স্বল্প সময়ের পথচলায় তিনি উপলব্ধি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব নয় বড় ধরনের এক পরিবর্তন ছাড়া। আর সেই পরিবর্তন একমাত্র শিক্ষার্থীরাই আনতে পারে।
উমামা ফাতেমা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা বাস্তবায়নের জন্য একটি সংগঠিত, স্বতন্ত্র এবং বৈধ ছাত্র সংসদের প্রয়োজন, যা কেবলমাত্র ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। তিনি বলেন, এই ছাত্র সংসদে এমন নেতৃত্ব দরকার, যারা কোনো রাজনৈতিক পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শিক্ষার্থীদের অধিকার নিয়ে আপসহীন থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে কেবল নেতা তৈরি করার কারখানা হিসেবে ব্যবহারের প্রবণতা থেকে বেরিয়ে এসে একটি গবেষণামূলক, মানসম্মত শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে নিতে কাজ করবে।
তিনি জানান, এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এবং শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা আছে—এমনদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল গঠনের পরিকল্পনা করছেন। এই প্যানেল আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নিয়ে গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উমামা লেখেন, যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত, যারা চান ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরে পাক, যারা বিশ্বাস করেন রাজনৈতিক আধিপত্যের কারণে ধ্বংস হয়ে যাওয়া এই প্রতিষ্ঠানের স্বরূপ পুনঃস্থাপন দরকার—তাদের তিনি তার প্যানেলে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, যারা বৈধ সিট, মৌলিক অধিকার ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান, তারা যেন তার সঙ্গে যুক্ত হন। স্ট্যাটাসের প্রথম মন্তব্যেই উমামা ফাতেমা তার প্যানেলে যোগ দেওয়ার জন্য একটি অনলাইন ফর্মের লিংক যুক্ত করে দিয়েছেন, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তার এই উদ্যোগ নতুন ধারার, দলনিরপেক্ষ নেতৃত্ব গঠনের প্রত্যাশাকে সামনে এনেছে, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।