ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর-তফসিল ঘোষণা

- আপডেট সময় ০৬:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ৩০ জুলাই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এ তালিকা নিয়ে আপত্তি জানানোর শেষ সময় ৬ আগস্ট বিকেল ৪টা। এরপর ১১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট থেকে এবং তা চলবে ১৮ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট, আর প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত, এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সেদিনই ভোট গণনা শেষে প্রকাশিত হবে ফলাফল। হল সংসদের ফল ঘোষণা হবে সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনের সভাকক্ষে ঘোষণা করা হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, পরিচয়পত্রের পে স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবে না। এদিকে নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী জানান, এবারই প্রথম ভোটকেন্দ্রগুলো নির্দিষ্টভাবে হলভিত্তিক ভাগ করা হয়েছে। কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট গ্রহণ হবে জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য। ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন রোকেয়া, শামসুন নাহার ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবনে ভোট গ্রহণ হবে স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্য। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন মাস্টার দা সূর্য সেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা। নির্বাচনের এই তফসিলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন শিক্ষার্থীরা।