বিদেশনীতিতে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, জরিপে নেতিবাচক রেটিং

- আপডেট সময় ০৪:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ছয় মাসে ছয়টি যুদ্ধ শেষ করেছেন এবং এর জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনয়ন চেয়েছেন। তবে তার এই কূটনৈতিক দক্ষতা নিয়ে নিজ দেশেই প্রশ্ন উঠছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের বিদেশ নীতির প্রতি আমেরিকানদের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইউগভ ডটকম এবং ইকোনমিস্টের যৌথ জরিপে ট্রাম্পের প্রতি মার্কিনিদের সমর্থনের রেটিং ট্র্যাক করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তার বিদেশ নীতির প্রতি সমর্থন ২ রেটিং ছিল, কিন্তু চলতি সপ্তাহে এটি কমে মাইনাস ১৪-তে নেমে এসেছে। এই জরিপটি আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকের দিন শুরু হয়েছিল এবং হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শেষ হয়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ আমেরিকান মনে করছেন, ট্রাম্প বিদেশি নেতাদের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করতে পারছেন না। মাত্র ৩২ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টরা যুদ্ধ শেষ করার দিকে কিছু অগ্রগতি এনেছেন। ইউক্রেন-রাশিয়া সংঘাত মোকাবিলায় ট্রাম্পের নিট অনুমোদনের হার দাঁড়িয়েছে মাইনাস ১০। ‘নিট অনুমোদন হার’ হলো রাষ্ট্রপ্রধানদের নিয়ে চালানো জনমতে সমর্থন ও বিরোধের হিসাব।
ইকোনমিস্ট প্রতি সপ্তাহে ইউগভের তথ্য ব্যবহার করে ট্রাম্পের জনপ্রিয়তা ট্র্যাক করে থাকে। এই চার্টে দেখা গেছে, অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্পের জনপ্রিয়তা নিয়মিত ওঠানামা করে। তার অভিষেকের সময় অর্থনীতি সংক্রান্ত পদক্ষেপের রেটিং ইতিবাচক থাকলেও বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর তা কমতে শুরু করে। ইউগভের তথ্য আরও ইঙ্গিত দেয় যে, আমেরিকানরা এখন ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিও অসন্তোষ প্রকাশ করছে।
রাজ্যভিত্তিক সমর্থনের হার বিশ্লেষণ করে দেখা যায়, ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে ট্রাম্পের সমর্থন কম, আর রিপাবলিকানদের ঘাঁটিতে তা বেশি। তবে গত নির্বাচনে ট্রাম্পের জয়ে যে রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেগুলোর ভোটারদের মধ্যেও এখন তার প্রতি ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।