তিউনিসিয়া থেকে ২০ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনলো আইওএম ও বাংলাদেশ দূতাবাস

- আপডেট সময় ০১:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার, ২৩ জুলাই ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাস জানায়, দীর্ঘ সময় ধরে তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরস সিভিল কারাগারে আটক থাকা ১৮ জনসহ মোট ২০ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ করেছে। গত ১৪ জুলাই স্থানীয় আদালতের রায়ে কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদের রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ দূতাবাস ওই অভিবাসীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে এবং দ্রুততার সঙ্গে আইওএম-এর মাধ্যমে ১৫ জুলাই তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। পাশাপাশি দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুত ‘ট্রাভেল পারমিট’ (আউটপাস) ইস্যু করে দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইওএম-এর সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। এই উদ্যোগ বাংলাদেশের রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রচেষ্টার সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্রবাসে আটকে পড়া বা বিপদে পড়া নাগরিকদের সহায়তায় সরকারের অঙ্গীকারকে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরেছে।