থালাপতি বিজয়ের বিরুদ্ধে দেহরক্ষীদের সহিংসতার অভিযোগে মামলা

- আপডেট সময় ০৫:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নামে এই মামলা দায়ের হয়েছে। এ ঘটনা সামনে আসে সেই সময়, যখন বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে অভিহিত করেন এবং আদর্শগত শত্রুর বিরুদ্ধে এককভাবে লড়াই করার ঘোষণা দেন। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
মামলাটির সূত্রে জানা যায়, সারথকুমার নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, বিজয়ের দেহরক্ষীরা তার সঙ্গে ধাক্কাধাক্কি করেছে। এই অভিযোগের ভিত্তিতে কুন্নাম পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় থালাপতি বিজয় এবং তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে।
রাজনৈতিক প্রেক্ষাপটও বিতর্কের কেন্দ্রে রয়েছে। থালাপতি বিজয় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি মাদুরাইয়ে এক সম্মেলনে তিনি ক্ষমতাসীন দল দ্রাবিড় মুনেত্র কাজগমকে (ডিএমকে) তার দল ‘তামিলাগা ভেত্রি কাঝাগামের’ (টিভিকে) প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি তিনি ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তার ‘একমাত্র আদর্শিক শত্রু’ বলে অভিহিত করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিজয় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট) বাতিলের দাবি জানিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘মোদিজি, আপনি কি এটা করতে পারেন?’
বিজয় ওই সমাবেশে ঘোষণা করেছেন, তার দল কোনো রাজনৈতিক খেলার অংশ নয়; এটি একটি আদর্শের নাম এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। এই আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তা দ্রুতই রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে।