ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

    দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সিরিজ হারলো বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৪০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
    • / ২৫২ বার পড়া হয়েছে

    দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের খেসারত দিয়ে শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

    শেষ ম্যাচে ৯৯ রানে হারলেও সিরিজের একমাত্র জয় এসেছে দ্বিতীয় ম্যাচে। প্রথম ওয়ানডেতে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলংকার দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গিয়ে ৭৭ রানে হেরে যায় দলটি। দ্বিতীয় ওয়ানডেতে ফিরে আসে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। প্রথমে ব্যাট করে ২৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ, পরে দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

    তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আবারও ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৫ রান। দলটির পক্ষে কুশাল মেন্ডিস করেন ১১৪ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস। চারিথ আসালাঙ্কা যোগ করেন ৬৮ বলে ৫৮ রান এবং পাথুম নিশাঙ্কা করেন ৩৫ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন পাটোয়ারী এবং তানভির ইসলাম। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানদের ফিরতি যাত্রায় ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয় সফরকারী দলটি। ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। মেহেদি হাসান মিরাজ করেন ২৮ এবং জাকের আলি যোগ করেন ২৭ রান।

    শ্রীলংকার হয়ে দারুণ বোলিং করেন আসিতা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা, দুজনেই নেন তিনটি করে উইকেট। পাশাপাশি দুনিত ওয়ালালাগে ও ওয়ানেন্দু হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। ৯৯ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক শ্রীলংকা।

    নিউজটি শেয়ার করুন

    দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সিরিজ হারলো বাংলাদেশ

    আপডেট সময় ১২:৪০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

    দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের খেসারত দিয়ে শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

    শেষ ম্যাচে ৯৯ রানে হারলেও সিরিজের একমাত্র জয় এসেছে দ্বিতীয় ম্যাচে। প্রথম ওয়ানডেতে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলংকার দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে গিয়ে ৭৭ রানে হেরে যায় দলটি। দ্বিতীয় ওয়ানডেতে ফিরে আসে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। প্রথমে ব্যাট করে ২৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ, পরে দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

    তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আবারও ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৫ রান। দলটির পক্ষে কুশাল মেন্ডিস করেন ১১৪ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস। চারিথ আসালাঙ্কা যোগ করেন ৬৮ বলে ৫৮ রান এবং পাথুম নিশাঙ্কা করেন ৩৫ রান।

    বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন পাটোয়ারী এবং তানভির ইসলাম। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানদের ফিরতি যাত্রায় ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয় সফরকারী দলটি। ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। মেহেদি হাসান মিরাজ করেন ২৮ এবং জাকের আলি যোগ করেন ২৭ রান।

    শ্রীলংকার হয়ে দারুণ বোলিং করেন আসিতা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা, দুজনেই নেন তিনটি করে উইকেট। পাশাপাশি দুনিত ওয়ালালাগে ও ওয়ানেন্দু হাসারাঙ্গা নেন দুটি করে উইকেট। ৯৯ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক শ্রীলংকা।