ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    গণশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী কে জন সম্মুখে চড়, অতঃপর

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণশুনানির সময় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন।

    বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে আয়োজিত এক গণশুনানির সময় এক ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে তাঁকে চড় মারেন। ঘটনার পরপরই উপস্থিত নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর সিভিল লাইনের বাসভবনে জনসাধারণের অভিযোগ শুনছিলেন। এ সময় ভিড়ের মধ্য থেকে উঠে আসা এক ব্যক্তি হাতে কাগজ দেন মুখ্যমন্ত্রীকে। কিছু বোঝার আগেই তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীকে চড় মেরে বসেন।

    ঘটনার পরই নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিযুক্তকে নিয়ন্ত্রণে নেন। দিল্লি পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন বা এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে হামলার খবর পেয়ে বিজেপি নেতা ও দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে ছুটে যান। হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিস। সম্প্রতি জনসাধারণের জন্য এই কার্যালয় উন্মুক্ত করা হয়েছে। এখানে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে আসেন এবং মুখ্যমন্ত্রী নিজে সেসব শুনানি শেষে সংশ্লিষ্ট বিভাগকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। সেখানেই এদিনের ঘটনাটি ঘটে যায়।

    হামলার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

    নিউজটি শেয়ার করুন

    গণশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী কে জন সম্মুখে চড়, অতঃপর

    আপডেট সময় ১২:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণশুনানির সময় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন।

    বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিল্লির সিভিল লাইনের বাসভবনে আয়োজিত এক গণশুনানির সময় এক ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে তাঁকে চড় মারেন। ঘটনার পরপরই উপস্থিত নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর সিভিল লাইনের বাসভবনে জনসাধারণের অভিযোগ শুনছিলেন। এ সময় ভিড়ের মধ্য থেকে উঠে আসা এক ব্যক্তি হাতে কাগজ দেন মুখ্যমন্ত্রীকে। কিছু বোঝার আগেই তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীকে চড় মেরে বসেন।

    ঘটনার পরই নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিযুক্তকে নিয়ন্ত্রণে নেন। দিল্লি পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন বা এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে হামলার খবর পেয়ে বিজেপি নেতা ও দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে ছুটে যান। হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল সিভিল লাইন এলাকার রাজ নিবাস মার্গে অবস্থিত ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিস। সম্প্রতি জনসাধারণের জন্য এই কার্যালয় উন্মুক্ত করা হয়েছে। এখানে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে আসেন এবং মুখ্যমন্ত্রী নিজে সেসব শুনানি শেষে সংশ্লিষ্ট বিভাগকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। সেখানেই এদিনের ঘটনাটি ঘটে যায়।

    হামলার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।