দুই বাংলাদেশির ভাগ্যবদল-একজন জিতলেন ৬৫ কোটি, আরেকজন রেঞ্জ রোভার

- আপডেট সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন পরিশ্রম করে ভাগ্য বদলেছেন দুই বাংলাদেশি প্রবাসী। তাদের একজন দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান, যিনি প্রথমবারের মতো কিনেছিলেন বিগ টিকিটের লটারি। অন্যজন ব্যবসায়ী পারভেজ হোসেন, যিনি জিতেছেন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সবুজ মিয়া গত ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তার দর্জির পেশা থেকে পাওয়া সীমিত আয়ে তিনি দেশে থাকা পরিবারকে নিয়মিত সহায়তা করে আসছিলেন। নিজের গল্প শেয়ার করতে গিয়ে সবুজ মিয়া বলেন, “এটা আমার প্রথম টিকিট এবং আমি নিজেই এটি কিনেছিলাম। আমার অনেক বন্ধু বিগ টিকিটের কথা বলত, ভাবলাম একবার চেষ্টা করে দেখি। পরে আবুধাবির একটি দোকান থেকে টিকিট কিনি।”
লটারি জিতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি একজন সাধারণ দর্জি। আমার আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এখন এই মুহূর্তে আমার মনে কী আবেগ কাজ করছে, তা ভাষায় বোঝানো কঠিন।” ৩৬ বছর বয়সী এই ভাগ্যবান ব্যক্তি জানান, এই লটারি জয়ের অর্থ তার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে এখনও তিনি সিদ্ধান্ত নেননি কীভাবে অর্থ ব্যবহার করবেন। সবুজ বলেন, “আমি আগে পরিবারের সঙ্গে কথা বলব। ভবিষ্যতে আবারও বিগ টিকিট কিনতে পারি, তবে আপাতত এই জয়েই আমি কৃতজ্ঞ ও সন্তুষ্ট।”
অন্যদিকে, শারজাহ প্রবাসী ৪২ বছর বয়সী ব্যবসায়ী পারভেজ হোসেনও এই মাসে সৌভাগ্যবান বিজয়ীদের একজন। ২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করা পারভেজ বছরের পর বছর ধরে তার এক বন্ধুর সঙ্গে শারজাহ থেকে আবুধাবিতে গিয়ে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। তার এই ধৈর্যই এবার এনে দিয়েছে একটি নতুন রেঞ্জ রোভার ভেলার।
এই দুই বাংলাদেশির গল্প প্রমাণ করে, ভাগ্য বদলের সুযোগ কখন, কোথা থেকে আসবে তা বলা কঠিন—তবে সাহস করে একবার চেষ্টা করলে ভবিষ্যৎ বদলে যেতেই পারে।