ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

    দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে যাচ্ছে

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫১ বার পড়া হয়েছে

    দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে এক হাজার ২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই তথ্য সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করার জন্য সরকারের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন দাখিল করতে পারবেন।

    আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই যারা আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

    নিউজটি শেয়ার করুন

    দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে যাচ্ছে

    আপডেট সময় ০৭:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

    দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে এক হাজার ২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই তথ্য সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করার জন্য সরকারের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন দাখিল করতে পারবেন।

    আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই যারা আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।